জাতীয় সংবাদ

ভারত থেকে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২২ বাংলাদেশি

প্রবাহ রিপোর্ট ঃ ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দেশে ফিরেছেন ৫ নারীসহ ২২ জন বাংলাদেশি নাগরিক। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়। তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মোঃ শামীম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ভারতীয় বিএসএফ ও পুলিশ ওই ২২ জনকে আটক করে আদালতে সোপর্দ করে। আদালতের নির্দেশে তারা ভারতের মেঘালয় রাজ্যের বিভিন্ন কারাগারে সাজাভোগ করেন। সাজা শেষ হওয়ার পর বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন তাদের আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠায়। দেশে ফেরা ব্যক্তিরা হলেন- নেত্রকোনার পিজুস তালুকদার (৬০), শুভেন্দু সরকার তালুকদার (২৬), রনি তালুকদার (২৭), মিতু তালুকদার (১৫), পান্না তালুকদার (১৯), সরস্বতী মহানায়ক, স্বপ্ন মহানায়ক (৮), সেজুতি মহানায়ক ঝিনুক (১১), নারায়ন মহানায়ক, প্রনয় সাহা (৪৬), উদয় দাস (২৫), রাজশাহীর গোদাবাড়ি থানার মোঃ কাউসার আলী (১৭), মোঃ নুর আমিন (১৫), সিলেটের গোয়াইনঘাট থানার মারজান হোসাইন (১৭), কোম্পানীগঞ্জ থানার মোঃ ইসলাম উদ্দিন (২৫), বিয়ানীবাজার থানার ইকরামুর রহমান সায়েম (১৬), সিলেট এয়ারপোর্ট থানার মোবারক হোসাইন (১৭), সুনামগঞ্জের মধ্যনগর থানার পপি রানী (১৬), ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার শাহরিয়া আহমেদ শাওন (১৫), বগুড়ার সারিয়াকান্দি থানার মোঃ হাসান আলী (৩০), যশোর সদর থানার কাশফিয়াতুন নূর (১৭) এবং জামালপুরের সরিষাবাড়ি থানার মোঃ শামীম (৩৫)। এসআই শামীম মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা এসব নাগরিককে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button