জাতীয় সংবাদ

মহিউদ্দিন হত্যা, মাস্টারমাইন্ড মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মাস্টারমাইন্ড ও কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুস সোবহান (৩৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অন্তত ১৮টি মাদক ও অস্ত্র মামলা রয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন। গতকাল শুক্রবার ভোর ৫ টা ৪৫ মিনিটে নগরের বাকলিয়া থানাধীন তত্তারপুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার ওসি তদন্ত মোজাম্মেল হক, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেনসহ পুলিশের একটি দল। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন বলেন, “মহিউদ্দিন হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী সোবহানকে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তত্তারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সোবহান হত্যাকা-ে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে আরও জানিয়েছে, তত্তারপুল এলাকায় একচ্ছত্র মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখতে এই হত্যাকা-ের পরিকল্পনা করে। ”সোবহান চট্টগ্রামের বাকলিয়া থানার তত্তারপুল নুরুল ইসলাম সওদাগর বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে। গত ২৫ জুলাই বিকেল ৫ টার দিকে বাকলিয়ার পাঁচ নম্বর ব্রিজ সংলগ্ন গাফফার কলোনি এলাকা থেকে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাকলিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা (মামলা নং: ৩৬) দায়ের করেন। এরপর গত শুক্রবার প্রথম অভিযুক্ত মোঃ আসিবুল হক আসিফ এবং গত রোববার মোঃ সুমন (১৯)-কে গ্রেপ্তার করে পুলিশ। দুজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করে এবং মাস্টারমাইন্ড হিসেবে আব্দুস সোবহানের নাম প্রকাশ করে। পুলিশ জানায়, সোবহানের বিরুদ্ধে বহুল আলোচিত শাহেদ হত্যা মামলাসহ অন্তত ১৮টি মামলা রয়েছে, যার অধিকাংশই মাদক ও অস্ত্র আইনে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button