২৬নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

খবর বিজ্ঞপ্তি ঃ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাডাঙ্গা থানার ২৬ নং ওয়ার্ডের উদ্যোগে বৃক্ষ রোপন সপ্তাহ উপলক্ষে ওয়ার্ডের মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে। ৯ আগষ্ট শনিবার বাদ আছর ২৬ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী পশ্চিম বানিয়া খামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা এবং পশ্চিম বানিয়াখামার ঈদগাহ স্কুল মাঠে বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাডাঙ্গা থানার আমীর জি এম শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ডের আমির মাওলানা ছফির উদ্দিন, সেক্রেটারি মাওলানা আব্দুল করিম, পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার প্রধান শিক্ষক ও উলামা ইউনিটের সভাপতি মাওলানা ফজলুর রহমান, মাদ্রাসার সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জামায়াত নেতা কাজী এ, এইচ, এম জিন্নাত আলী, ওয়ার্ড যুব জামায়াতের সেক্রেটারি এস এম আব্দুর রহমান, ইসলামিয়া ইউনিটের সভাপতি জামিল হোসেন, মোঃ আবুল হাসান, হাফেজ মুহাম্মদ উল্লাহ, মোঃ রুম্মান তালুকদার, আরিফুর রহমান সোহাগ, মোঃ নজরুল ইসলাম, মোঃ বাবুল বিশ্বাস, মোঃ কাওছার, মোঃ কামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বৃক্ষরোপণ শেষে সোনাডাঙ্গা থানার আমির জি এম শহিদুল ইসলাম অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান করেন।