লালমনিরহাটে সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যাচেষ্টা : গ্রেপ্তার ১

প্রবাহ রিপোর্ট : লালমনিরহাটের হেলাল হোসেন কবির নামে এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে বেদম মারধর করে হত্যাচেষ্টা করেছে চিহ্নিত দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি ও তার মা আহত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পরপরই সোহরাব আলী (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকরা ঢঢগাছ এলাকায় এ ঘটনা ঘটে। হেলাল হোসেন কবির স্থানীয় পত্রিকা ‘সাপ্তাহিক আলোর মনি’ -এর নির্বাহী সম্পাদক ও কবি। তিনি ওই এলাকার বাসিন্দা। তিনি গ্রেপ্তার আলী একই এলাকার মকবুল হোসেনের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে সাংবাদিক কবির পেশাগত দায়িত্ব পালনের জন্য বাড়ি থেকে বের হলে, পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা তাকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে এবং তার পকেট থেকে ১৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ধারালো ছোরা দিয়ে তার গলায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। এ সময় তার মা ছামছুন্নাহার বেগম লুসি ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাকেও মারধর ও শ্লীলতাহানি করে। এ সময় তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহত সাংবাদিক ও তার মাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সাংবাদিক কবির বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এ মামলায় পুলিশ রাতেই প্রধান অভিযুক্ত সোহরাব আলীকে গ্রেপ্তার করে। লালমনিরহাট সদর থানার ওসি নুর নবী জানান, প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।