রাজউকের ১৫ বছরের আয়-ব্যয় নিরীক্ষার নির্দেশ

প্রবাহ রিপোর্ট : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের হিসাব, যার মধ্যে প্লট ও ফ্ল্যাট হস্তান্তর এবং বরাদ্দসহ সব ধরনের কার্যক্রম অন্তর্ভুক্ত, নিরীক্ষার নির্দেশ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। গতকাল রোববার মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদফতর এ নিরীক্ষা পরিচালনা করবে। বিষয়টি মন্ত্রণালয়ের অ্যালোকেশন অব ফাংশনস এর অনুচ্ছেদ ২ (এ), (বি), (সি) ও (সি), কর্মকর্তাদের চার্টার অব ডিউটিস এবং ২৩ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাজেট ব্যবস্থাপনা কমিটির (বিএমসি) ৪ (খ) সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, নিরীক্ষা পরিকল্পনা (অডিট প্ল্যান) প্রণয়ন করে আইন ও বিধি অনুযায়ী কাজ করতে হবে, নিরীক্ষা টিমের (অডিট টিম) সদস্যদের তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে হবে, রাজউককে অবহিত রাখতে হবে এবং তিন মাসের মধ্যে কাজ শেষ করতে হবে। নিরীক্ষা শেষে বিস্তারিত প্রতিবেদন (ডিটেইলড রিপোর্ট) মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।