জাতীয় সংবাদ

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

প্রবাহ রিপোর্টঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে শহিদুল নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৯ আগস্ট) বিকেলে ইটনা সদরের পুরাতন বাজার এলাকা থেকে র‌্যাবের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনের পরিচয় শনাক্তের পর গতকাল শুক্রবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে আরও চারজন গ্রেপ্তার হয়েছিল। এ নিয়ে এক নারীসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হলো। ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শহিদুল ইসলাম আত্মগোপনে ওই এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে কিশোরগঞ্জ জেলা সদরে আনা হচ্ছে। আজ সন্ধ্যায় র‌্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। প্রসঙ্গত, গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার রাতে একটি মার্কেটের ভেতরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button