জাতীয় সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ, ৬ ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চল রুটে ট্রেন চালু

প্রবাহ রির্পোট: টানা ছয় ঘণ্টা পর সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-উত্তরাঞ্চল রেলরুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা রেলপথ ছেড়ে দেন। এসময় তারা আজ বৃহস্পতিবার সকালে যমুনা সেতু পশ্চিমপাড় এলাকায় রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দেন। আন্দোলনকারী শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আগামীকাল বৃহস্পতিবার যমুনা সেতু পশ্চিম এলাকায় একযোগে ঢাকা-উত্তরাঞ্চল রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, বিকেল তিনটায় রেল চলাচল শুরু হয়েছে। তবে টানা ছয় ঘণ্টার অবরোধে শিডিউল বিপর্যয় শুরু হয়েছে। স্বাভাবিক হতে সময় লাগবে। তিনি বলেন, সকাল ৯টা থেকে টানা ছয় ঘণ্টা অবরোধের কারণে উভয়প্রান্তে আটটি ট্রেন আটকা পড়ে। এগুলো হলো, ঈশ্বরদীতে খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস, ভাঙুড়া স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস, শরৎনগর স্টেশনে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, লাহিড়ী মোহনপুরে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, টাঙ্গাইলে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, জামতৈলে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ইব্রাহিমাবাদে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ও চাটমোহরে ঢাকাগামী তেলবাহী ট্রেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button