জাতীয় সংবাদ

১৫ আগস্টে টুঙ্গিপাড়ায় কড়া নিরাপত্তা

প্রবাহ রিপোর্ট : ১৫ আগস্ট ছিল শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। গতকাল শুক্রবার সমাধি সৌধ কমপ্লেক্সের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। ভেতরে কাউকে যেতে দেওয়া হয়নি। গত বৃহস্পতিবার থেকেই সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। গতকাল শুক্রবার ভোর থেকে আরও কড়াকড়ি আরোপ করা হয়। গতকাল শুক্রবার আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোসহ নানা কর্মসূচি ঘোষণা করার কথা থাকলেও সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা সাড়ে ১২টা পর্যন্ত) মুজিবুর রহমানের সমাধি এলাকা বা আশপাশের এলাকায় আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। এমনকি কোনো উৎসুক জনতাকেও দেখা যায়নি। পতিত শেখ হাসিনা সরকারের গত তিন মেয়াদে এ দিনে টুঙ্গিপাড়ায় নানা রাষ্ট্রীয় কর্মসূচি পালন করা হতো। এ দিনটিকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস ঘোষণা করে পালন করা হতো। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিনে তার বাবার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসতেন। সেই সঙ্গে আসতেন তার সরকারের মন্ত্রী-এমপি ও রাষ্ট্রীয় পদস্থ কর্মকর্তারাও। তবে ২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালানোর পর পরিস্থিতি বদলে গেছে। এবার পরিবর্তিত পরিস্থিতিতে মুজিবের জন্মস্থানে কোনো ধরনের কর্মসূচি পালিত হয়নিা শুধু টুঙ্গিপাড়া সমাধি সৌধ এলাকা নয়, গোপালগঞ্জ জেলা সদরসহ সারা জেলাতেই প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাধি জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। জেলায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button