জাতীয় সংবাদ

২৯ টাকা কমলো এলপিজি’র দাম

প্রবাহ রিপোর্ট : ভোক্তা পর্যায়ে বোতলজাত এলপিজির দাম কমেছে। চলতি অক্টোবর মাসে ১২ কেজি বোতলজাত এলপিজির দাম ২৯ টাকা কমিয়ে এক হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে এলপিজির নতুন এ মূল্য নির্ধারণ করেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেন এর ঘোষিত সৌদি সিপি যথাক্রমে প্রতি মেট্রিক টন ৪৯৫ মার্কিন ডলার এবং ৪৭৫ মার্কিন ডলার অনুযায়ী গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৪৮২ মার্কিন ডলার এবং প্রতি মার্কিন ডলারের গড় বিনিময় মূল্য ১২২ দশমিক ২৬ টাকা বিবেচনায় অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয় করা হয়েছে। তিনি আরও জানান, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতিকেজি ১০৩.৪০ টাকায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি বোতলজাতকৃত এলপিজির মুসকসহ মূল্য এক হাজার ২৪১ টাকায় সমন্বয় করা হয়েছে। এছাড়া ৫.৫, ১২.৫, ১৫, ১৬, ১৮, ২০, ২২, ২৫, ৩০, ৩৩, ৩৫ এবং ৪৫ কেজি বোতলজাতকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূল্য সমন্বয় করতে আদেশ দেওয়া হয়েছে। কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ জানান, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতিকেজি ৯৯.৬৫ টাকায় বা রেটিকুলেটেড পদ্ধতিতে গ্যাসীয় অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মুসকসহ মূল্য প্রতি লিটার ০.২২১৪ টাকায় বা প্রতি ঘনমিটার ২২১.৪০ টাকায় সমন্বয় করতে আদেশ দেওয়া হয়েছে। তিনি জানান, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটার ৫৬.৭৭ টাকায় সমন্বয় করতে আদেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সরকারি এলপিজির ডিলার/রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মুসকসহ মূল্য হার প্রতি ১২.৫০ কেজি ৮২৫ টাকা অপরিবর্তিত থাকবে। ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত কমিশনের এ আদেশ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে। প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে ১২ কেজি বোতলজাত এলপিজির দাম ছিল এক হাজার ২৭০ টাকা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button