জাতীয় সংবাদ

ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিল হামাস

এবার ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল

প্রবাহ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর কার্যকর হতে শুরু করেছে ইসরায়েল-গাজার যুদ্ধবিরতি। যুদ্ধবিরতির শর্তের অংশ হিসেবে এরই মধ্যে ইসরায়েলি ২০ জিম্মির সবাইকে মুক্তি দিয়েছে হামাস। সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিলেও এবার চুক্তির অংশ হিসেবে দেশটির কারাগার থেকে প্রায় দুই হাজার বন্দির মুক্তির অপেক্ষায় রয়েছেন গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার গাজায় রেড ক্রসের প্রতিনিধিদের কাছে জীবিত ২০ জন ইসরায়েলি জিম্মির সবাইকে হস্তান্তর করেছে হামাস।
এর মধ্যে প্রথম দফায় ৭ জন ইসরায়েলিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। তাদের নাম এইতান মর, গালি বারম্যান, জিভ বারম্যান, ওমরি মিরান, আলন ওহেল, গাই গিলবোয়া-ডালাল এবং মাটান আংরেস্ট বলে জানা গেছে। তাদের সবাইকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। উভয় পক্ষের বন্দিদের মুক্তি তদারকির কাজ করছে সংস্থাটি।
এবার দ্বিতীয় দফায় দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে ১৩ জন জিম্মির দ্বিতীয় দলকে স্থানান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে রেড ক্রস।
ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবে জিম্মি পরিবারগুলোকে সমর্থন করার জন্য জড়ো হওয়া বিশাল জনতা আনন্দে ফেটে পড়েছে জিম্মিদের মুক্তির খবরে।
এখন চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগার থেকে প্রায় দুই হাজার বন্দির মুক্তির অপেক্ষায় রয়েছেন গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা।
এবার ফিলিস্তিনি বন্দিদেও মুক্তি দিচ্ছে ইসরায়েল : জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে হামাস মুক্তি দিয়েছে। এবার ইসরায়েলের কারাগারে বন্দি প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া শুরু হয়েছে। আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি বাসে করে বন্দিদের পশ্চিম তীরের রামাল্লায় নেওয়া হয়েছে। সেখানে বন্দিদের স্বজনরা আগে থেকেই অপেক্ষায় আছেন। দীর্ঘদিন পর প্রিয়জনকে ফিরে পাওয়ার মুহুর্তে তাদের মুখে হাসি দেখা গেছে। কেউ কেউ বিশেষ মুহুর্তটির ভিডিও ধারণ করছেন।
আল নাসের হাসপাতালে সৈয়দ দাউদ (৫০) বিবিসিকে বলেন, এটি অনেক আনন্দের দিন। ইসরায়েলি সেনারা একটি চেকপোস্ট থেকে তাঁর ছেলেকে আটক করেছিল। সে মুক্তি পাচ্ছে। আরও অনেকে মুক্তি পাচ্ছে। ফিলিস্তিনিদের কাছে আজকের দিনটি বিশেষ।
আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের অফার সামরিক কারাগার থেকে রামাল্লায় বাস পৌঁছানোর পর বিপুল জনতা উল্লাসধ্বনি করে স্বাগত জানান। মুক্তিপ্রাপ্তদের জড়িয়ে ধরতে দেখা যায় স্বজনদের। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ সোমবার ১ হাজার ৭০০ আটক ব্যক্তি এবং ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button