জাতীয় সংবাদ

ট্রেনে একজনের টিকিটে আরেকজন ভ্রমণ করা যাবে না : ডিসি সারওয়ার

প্রবাহ রিপোর্ট : রেলের কালোবাজারি রুখতে এবং যাত্রী হয়রানি লাঘব করতে নতুন নিয়ম চালু করার পরামর্শ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ট্রেনে একজনের টিকিটে আরেকজন ভ্রমণ করতে না দিলে কালোবাজারিরা আর টিকিট বিক্রি করতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি। সারওয়ার আলম বলেন, রেলের কালোবাজারি থামাতে হলে এ নিয়ম করতে হবে। যখন আরেকজনের নামে টিকিট দিয়ে কেউ ভ্রমণ করতে চাইবেন, তাকে ভ্রমণ করতে না দিয়ে ফিরিয়ে দিলে প্রথম অবস্থায় হয়তো অনেকের কষ্ট হবে, তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যদি এই নিয়মের কড়াকড়ি হয়, তখন কালোবাজারিরা টিকিট বিক্রি করতে পারবে না। আর টিকিটে লেখাও আছে, একজনের টিকিটে অন্যজন ভ্রমণ করতে পারবেন না। বৃহস্পতিবার সকালে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের মতে, জাতীয় পরিচয়পত্র বহনকারী ব্যক্তি ছাড়া কোনোভাবেই যেন অন্য কারো নামে টিকিট না দেওয়া হয়। এ জন্য পুলিশের দায়িত্বে যারা আছেন, তাদের সঙ্গেও কথা বলবেন তিনি। এখন ঢাকা-সিলেট মহাসড়কের কাজ চলছে, যে কারণে বিপুল সংখ্যক মানুষ রেলপথে ভ্রমণ করছেন। দিনে ও রাতে তারা যেন নিশ্ছিদ্র নিরাপত্তায় রেলে ভ্রমণ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। রেলস্টেশন কেন্দ্রিক অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড করে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, এসএমপি কমিশনার এ নিয়ে কাজ করছেন। সিএনজি অটোরিকশার ভাড়া কোন জায়গাতে কত টাকা হবে, তা নির্ধারণ করে দেওয়া হবে। এটা নির্ধারণ করার পর কেউ বেশি নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়ত, রেলের জায়গা অবৈধভাবে দখলে রয়েছে। এসব স্থাপনা কিছু দিনের মধ্যে উচ্ছেদ করা হবে বলেও জানান সারওয়ার আলম। রেলস্টেশন পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে প্রশাসনের কর্মকর্তা ও সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button