নতুন দল নিবন্ধনে আগামী সপ্তাহে অবস্থান পরিষ্কার করবো: ইসি সচিব

প্রবাহ রিপোর্ট : নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, নতুন দল নিবন্ধনের বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে আমাদের অবস্থান পরিষ্কার করব। গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আখতার আহমেদ বলেন, আমরা জাতীয় সংসদ নির্বাচনের বেশ কিছু প্রস্তুতির পর্ব সম্পন্ন করেছি। আরও কিছু প্রস্তুতি পর্ব চলমান আছে। প্রস্তুতি একটা চলমান প্রক্রিয়া এবং নির্বাচন হবে, নির্বাচন পরবর্তীতে আরেকটা নির্বাচনের প্রস্তুতি হবে, স্থানীয় সরকার পর্যায়ের ইত্যাদি ইত্যাদি। কাজেই এটা চলমান প্রক্রিয়া। তিনি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে—কিছু রাজনৈতিক দল, প্রধানত ১২টা দলের ব্যাপারে অতিরিক্ত তথ্যানুসন্ধান করার জন্য মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তাদের নিয়োজিত করেছি। কিছু তথ্য আমাদের সচিবালয়ে করা হচ্ছে এবং প্রাসঙ্গিক ক্রমে আর তারই ধারাবাহিকতায় কিছু মাঠ পর্যায় থেকেও তথ্য নিতে হচ্ছে। সচিবালয় এবং মাঠ পর্যায় দুইটা মিলিয়ে এই তথ্যানুসন্ধান করা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে এটার একটা সমাধানে আসতে পারব এবং অবস্থানটা ক্লিয়ার করব। ইসি সচিব আরও বলেন, আমাদের নির্বাচনী যে সমস্ত দ্রব্যাদি, মালামাল এগুলো আমাদের ফেব্রুয়ারির নির্বাচনকে টার্গেট করে। কাজেই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে হবে এবং সেই নির্বাচনের ধারাবাহিকতায় যে সমস্ত নির্বাচনী সামগ্রী দরকার সেগুলো আমাদের সংগ্রহে এসে পৌঁছেছে। কাজেই ওই ব্যাপারে আমরা বলতে পারি যে, আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে।
অক্টোবরের শেষভাগে চূড়ান্ত হবে পর্যবেক্ষক নিবন্ধন: আখতার আহমেদ বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে হতে পারে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। তিনি বলেন, প্রাথমিকভাবে যাদের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেগুলোর বিষয়ে আমরা গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতেও পর্যালোচনা করেছি। আমার ধারণা, ২০ অক্টোবর পর্যন্ত দাবি আপত্তি জানানোর সময় আছে। সেই সময়ের মধ্যে দাবি আপত্তি নেওয়ার পর নেক্সট উইকে এটাকে ফাইনালাইজ করব। ইসি সচিব বলেন, প্রাথমিকভাবে আমরা যে তালিকাটা করেছি, সেটা সম্পূর্ণ হয় নাই। এজন্যই তো দাবি আপত্তি চাওয়া হয়েছে। কেননা, প্রমাণ না হলে তো আর মিথ্যা হয় না। গত ২৭ সেপ্টেম্বর ৭৩টি দেশি সংস্থাকে নিবন্ধন দেওয়ার উদ্দেশ্যে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ইসি। এরপর সেই সংস্থাগুলো নিয়ে নাগরিকদের কাছে দাবি আপত্তি চায়। এজন্য সময় দেওয়া হয়েছে ২০ অক্টোবর পর্যন্ত। এরপর দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্তভাবে নিবন্ধন সনদ দেবে ইসি। নিবন্ধিত সংস্থাগুলোই পরবর্তী পাঁচ বছর বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণ করবে।