জাতীয় সংবাদ

জুলাই সনদ বাস্তবায়ন না করে কারও ‘সেফ এক্সিট’ নেই: সারজিস

প্রবাহ রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে কারও জন্য কোনো “সেফ এক্সিট” নেই। মৃত্যু ছাড়া নিরাপদ প্রস্থান অসম্ভব। গতকাল মঙ্গলবার দুপুরে দলের নেত্রকোনা জেলা সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। নেত্রকোনা শহরের বড়বাজার এলাকার সালথী রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন, নির্বাচন কমিশন ও কিছু উপদেষ্টা মাঝে মাঝে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন। কিছু আচরণ দেখে মনে হয়, তারা রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতিত্বের দিকে ঝুঁকছেন, যা গণতান্ত্রিক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। শাপলা প্রতীক নিয়ে নিয়ে এনসিপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, শাপলা প্রতীক দলের আইনগত ও সাংবিধানিক অধিকার। এতে রাষ্ট্রীয় কোনো বাধা নেই। আমরা শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবো। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে সারজিস আলম বলেন, আওয়ামী লীগের পুনরাবর্তনের কোনো সম্ভাবনা নেই। অতীতের রাজনৈতিক পন্থা আর ফিরে আসবে না। এজন্য সব রাজনৈতিক দল ও জনগণকে সচেতন ও সক্রিয় থাকতে হবে। জুলাই সনদ প্রসঙ্গে সারজিস বলেন, জুলাই সনদ অনুযায়ী রাজনৈতিক সংস্কার বাস্তবায়ন না হলে কোনো পক্ষই গণতান্ত্রিক উত্তরণের দাবি করতে পারবে না। এনসিপি জনগণের অধিকার, নির্বাচনি ন্যায্যতা ও সাংবিধানিক ভারসাম্য রক্ষায় অটল থাকবে বলেও তিনি জানান। সভায় আরও উপস্থিত ছিলেন- এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ এবং কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা। সভায় অন্য বক্তারা সারজিস আলমের বক্তব্যকে দলীয় অবস্থানের প্রতিফলন হিসেবে উল্লেখ করে বলেন, এনসিপি ভবিষ্যতের রাজনীতিতে জবাবদিহি, নৈতিকতা ও গণঅংশগ্রহণের রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button