জাতীয় সংবাদ

অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি খেলাফত মজলিসের

প্রবাহ রিপোর্টঃ অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানিয়েছে খেলাফত মজলিস।মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যোগে জুলাই সনদের আইনি ভিত্তি, ফ্যাসিবাদের দোসরদের বিচার দৃশ্যমান করা এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ কেন্দ্র ঘোষিত ৬ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক সাইফুদ্দিন আহমদ খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।প্রধান অতিথির বক্তব্যে ড. আহমদ আবদুল কাদের বলেন, সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগে জুলাই সনদ গণভোটে পাশ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের বিচার করতে হবে।মানববন্ধন পরিচালনা করেন মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন ও মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আব্দুল জলিল, মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন, মহানগরী দক্ষিণ সহসভাপতি মাওলানা ফারুক আহমেদ ভূইয়া, মল্লিক মোহাম্মদ কেতাব আলী, সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, উত্তর শাখার সহসাধারণ সম্পাদক এনামুল হক হাসান, দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, ঢাকা-৯ আসনের এমপি প্রার্থী ফয়েজ বখশ সরকার শহিদ, ঢাকা-১১ আসনের প্রার্থী সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ, যুব মজলিস প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ সালমান, এবং অ্যাডভোকেট এনায়েত রাব্বি একরাম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button