জাতীয় সংবাদ

বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিশানা থাকবে না: ওসমান হাদী

প্রবাহ রিপোর্ট ঃ বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিশানা থাকবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ডাক দিয়ে সবাই কলকাতায় হোটেলে ছিল। এখানকার কৃষক, শ্রমিক, জনতা মুক্তিযুদ্ধ করেছে, দেশ স্বাধীন হয়েছে। তারা এসে বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা। এখন তারা একটা অনলাইনে লকডাউন করতেছে- একজন (শেখ হাসিনা) দিল্লিতে, তার ছেলে আমেরিকায়; মানে পুরো বিদেশ বইসা বাংলাদেশ থেকে পাচার করা টাকা খায়, ঘুমায় আর অনলাইনে লকডাউন ডাকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে একথা বলেন হাদী। আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি ঠেকাতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে শাহবাগ এলাকায় অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। সকালে বাতাসা, মুড়ি, কলা, ডিম ও পাউরুটি খেয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সেখানে তিনি বলেন, আমাদের ধারণা আওয়ামী লীগের বাংলাদেশের নাম নিশানা থাকবে না। কালকে সারারাত এই অঞ্চলে ছিলাম, সকাল থেকে আছি। এখানে যারা আছেন, কেউ রাজনৈতিক পরিবারের ছেলেমেয়ে না, মানে পুরো অরাজনৈতিক প্রজন্ম যারা সারারাত জেগে ফজরের পর থেকে এখানে পাহারা দিচ্ছেন। এর মানে এই অরাজনৈতিক প্রজন্ম পলিটিক্যাল হয়ে উঠছে। তারা রাজনৈতিক দল করছে না, কিন্তু দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখবার জন্য তারা সেই রাজনৈতিক দায়িত্ব পালন করছে। আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধ কুক্ষিগত করেছে, জুলাই গণঅভ্যুত্থান সেই মুক্তিযুদ্ধের মালিকানা এবার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। তিনি আরও বলেন, আমরা মনে করি, সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে অফিশিয়ালি আওয়ামী লীগের কবর রচিত হয়ে যাবে। এখানে দিল্লির যে ভুলটা হয়েছে, তারা তাদের সমস্ত বিনিয়োগ আওয়ামী লীগের ওপর করে ফেলেছে। সুতরাং এখন তাদের আর শুধরানোর জায়গা নাই। ভারতীয় এস্টাবলিশমেন্টকে বলতে বলতে চাই, আপনারা জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিন এবং সম্মান করুন। অতীতে যে ভুল করেছেন সেই ভুল থেকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান। এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে আপনারা নতুন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button