জাতীয় সংবাদ

মার্কিন ডেপুটি চিফ অব মিশনের বাসায় সরকারের দু’ উপদেষ্টার বৈঠক

প্রবাহ রিপোর্টঃ ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলদিনের গুলশানের বাসায় বৈঠক করেছেন অন্তর্র্বতী সরকারের দুই উপদেষ্টা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।সকাল ৮টা থেকে প্রায় পৌনে দুই ঘণ্টা ধরে চলে এই বৈঠক। তবে কী বিষয়ে আলোচনা হয়েছে—তা কিছু জানা যায়নি।বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্র্বতী সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।এছাড়া বৈঠকে সুইডেনের সুইডেনের মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বিষয়ক দূত ইরিনা শুলজিন-ন্যোনি এবং ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসও উপস্থিত ছিলেন।এর আগে গতকাল সুইডেনের দূত গুম প্রতিরোধ নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গুমসহ মানবাধিকারসংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যু, ন্যায়বিচার, সত্য উদঘাটন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।চারদিনের সফরে ঢাকায় এসেছেন ইরিনা শুলজিন-ন্যোনি। তিনি আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। চলমান এ সফরে রাষ্ট্রদূত শুলজিন-ন্যোনি অন্তর্র্বতী সরকারের প্রতিনিধিসহ নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগী, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ঢাকার সুইডেন দূতাবাস। আলোচনার মূল বিষয় হবে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষায় সহযোগিতা জোরদার করা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button