জাতীয় সংবাদ

নারায়ণগঞ্জে গরুর হাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ-গুলি, আহত ৭

এফএনএস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে বসানো শিমুলিয়া গরুর হাটের দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত জন গুরুতর আহত হয়েছেন। এ সময় তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে একপক্ষ। এতে কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। গতকাল সোমবার দুপুরে রূপগঞ্জ সদর ইউনিয়নের শিমুলিয়া গরুর হাটে এ ঘটনা ঘটে। হাটটি দখল ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল, যা শেষপর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। পুলিশ, স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, অবৈধভাবে বসা শিমুলিয়া গরুর হাটের দখল নিয়ে গত এক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাবেক সহ-সাধারণ সম্পাদক জসিম মিয়া ও তার অনুসারীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা মামুন এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়ার মধ্যে বিরোধ চলছিল। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সাপ্তাহিক গরুর হাটে হাসিল তুলতে জসিম মিয়ার লোকজন অবস্থান নেন। এ সময় মামুন ও মানসুরসহ তাদের অনুসারীরা এসে জসিমের লোকজনকে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেন। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপুর ১টার দিকে মামুন ও মানসুরের নেতৃত্বে ২০-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে জসিমের লোকজনের ওপর হামলা চালান। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে জসিমের ছোট ভাই মহসিন, তাদের অনুসারী সবুজ ও রিপনসহ সাত জনকে কুপিয়ে জখম করেন। এ সময় একপক্ষ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে পুরো হাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীসহ ক্রেতারা ছোটাছুটি করে নিরাপদ স্থানে যান। আহতদের উদ্ধার করে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে আহত দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাবেক সহ-সাধারণ সম্পাদক জসিম মিয়া ও ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়াকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম লেন, অবৈধভাবে বসানো গরুর হাটের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এখনও কোনও পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button