জাতীয় নির্বাচনে সরকার ও ইসিকে সার্বিক সহায়তা দেওয়া হবে: নৌবাহিনী প্রধান

এফএনএস: বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, আর এ নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নৌবাহিনীর প্রতিটি সদস্য সরকার ও নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা দেবে। গতকাল সোমবার দুপুরে পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ২২ সপ্তাহব্যাপী সামরিক প্রশিক্ষণ শেষে ৪১৭ জন নবীন নাবিকের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এডমিরাল এম নাজমুল হাসান বলেন, ২০২৪ সালের জুলাই থেকে নৌবাহিনী “অরফ ঃড় ঈরারষ চড়বিৎ” এর আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে। দায়িত্বপ্রাপ্ত এলাকায় নৌসদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের সুরক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা-এলাকার নিরাপত্তা নিশ্চিত করে দেশবাসীর কাছে প্রশংসা অর্জন করেছে। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন প্রসঙ্গে নৌপ্রধান বলেন, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব চট্টগ্রাম জয়দেব লিমিটেডকে দেওয়ায় অল্প সময়েই কন্টেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা দেশের সামগ্রিক অর্থনীতিকে আরও গতিশীল করেছে। অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পটুয়াখালী-বরিশাল
-খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নৌবাহিনী প্রধান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে নবীন নাবিকরা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ গ্রহণ করেন। এসময় সেরা কৃতী নাবিকদের মধ্যে রিজন মোল্লাকে ‘নৌপ্রধান পদক’ মো. মারুফ হাসান মুন্নাকে ‘কমখুল পদক, মো. হাসান আলীকে ‘শের-ই-বাংলা পদক’ তুলে দেন নৌ বাহিনী প্রধান।



