জুয়েলসহ ‘শেখ পরিবারের’ ১২১ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

প্রবাহ রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও খুলনা-২ আসনের সাবেক এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল ও তার স্ত্রী, তিন ভাই, ভাইদের স্ত্রী ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২১টি ব্যাংক হিসাব ও ৩টি এমএফএস ও ৩টি বিও হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (৩০ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
জানা যায়, ১২১টি ব্যাংক হিসাবে ৪৮ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ৬২৯ টাকা রয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফেরদৌস রহমান তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, শেখ সালাহউদ্দিন জুয়েল ও তার তিন ভাইসহ পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করার অভিযোগ রয়েছে। সেজন্য দুদক অনুসন্ধান টিম গঠন করেছে। অনুসন্ধানে জানা যায়, শেখ সালাহউদ্দিন, তার স্ত্রী শাহানা ইয়াসমিন, তার ভাই শেখ সোহেল ও সোহেলের স্ত্রী শিরিন শেখ, শেখ জালাল উদ্দিন রুবেল ও তার স্ত্রী ফারমিনা খানম, শেখ বেলাল উদ্দিন ও তার স্ত্রী শেখ ওয়াহিদা সুলতানা, তাহমিনা খবির এবং তাদের সন্তান ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে পরিচালিত ১২১টি ব্যাংক হিসাব, ৩টি এমএফএস এবং ৩টি বিও হিসাব পাওয়া যায়। জানা যায়, অভিযোগ সংশ্লিষ্টরা তাদের নিজ নামে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন।
অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে হিসাবসমূহ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হবে। সেজন্য তাদের নামে ব্যাংক হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। শেখ সালাহউদ্দীন জুয়েল একজন ব্যবসায়ী। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।



