জাতীয় সংবাদ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ‘মাস্টারমাইন্ড’ জয় : তাজুল ইসলাম

প্রবাহ রিপোর্ট : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
তিনি বলেন, জয়ের বাংলাদেশি নাগরিকত্ব থাকুক বা না থাকুক, তিনি রাষ্ট্রের বেতনভুক্ত ছিলেন, উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মাস্টারমাইন্ড তিনি।
বুধবার (১০ ডিসেম্বর) ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তা এবং মরদেহ ও আলামত গুমের মামলার শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। তাজুল ইসলাম বলেন, জয়ের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতাতেই হবে। তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে।
আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর আগে আজ বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শিল্পগোষ্ঠীপ্রধান সালমান এফ রহমান। বুধবার তারা যুক্তরাজ্য থেকে দুজন আইনজীবী নিয়োগের আবেদন করেন।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে, তবে তা আইনসম্মত শর্ত পূরণ সাপেক্ষে।
অন্যদিকে, আরেক মামলায় হাজির না হওয়ায় সজীব ওয়াজেদ জয়কে হাজির হতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তাজুল ইসলাম আরও জানান, জুলাইয়ের হত্যাযজ্ঞের মামলায় বুধবার আনিসুল হক ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর।
এদিন ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তা এবং মরদেহ ও আলামত গুমের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে হাজির করা হয়। তবে হাজির না থাকায় হাসিনাপুত্র জয়কে হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বুধবার আরও দুজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ নিয়ে মামলাটিতে মোট সাক্ষীর সংখ্যা দাঁড়াল ২৪ জন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button