জাতীয় সংবাদ

ওসমান হাদিকে গুলি: অভিযুক্তদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান

প্রবাহ রিপোর্ট : জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো ঘটনায় দুর্বৃত্তদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গতকাল শুক্রবার ডিএমপির আট বিভাগে বিশেষ বার্তা দিয়ে সড়কে চেকপোস্ট করে তল্লাশি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে সদরদফতর থেকে। এছাড়াও ডিএমপির ডিবির একাধিক টিম দুর্বৃত্তদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে বলেও জানিয়েছে ডিএমপি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের জানান, ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। ডিএমপি কমিশনার বলেন, পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র‌্যাবসহ দুর্বৃত্তদের গ্রেপ্তারে সবাই কাজ করছে। তিনি বলেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা গুরুতর। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের (ডিসি) উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, দুপুরের দিকে ওসমান হাদিসহ তার সঙ্গে আরেকজন রিকশায় যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে দুজন এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। আমরা সেই পলাতক দুর্বৃত্তদের ধরতে কাজ শুরু করেছি। আমাদের একাধিক টিম কাজ করছে। এদিকে গোয়েন্দা বিভাগের একাধিক কর্মকর্তা জানান, দুর্বৃত্তদের ধরতে ইতোমধ্যে বেশ কয়েকটি টিম মাঠে কাজ শুরু করেছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারে কাজ করছেন তারা। গতকাল শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে অস্ত্রধারীরা। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটের দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ সাংবাদিকদের জানান, শরিফ ওসমান হাদির অবস্থা গুরুতর। তার মাথায় গুলি লেগেছে। এদিকে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঢামেক হাসপাতালের সামনে জড়ো হন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা। হামলাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button