জাতীয় সংবাদ

ভারতের ‘র’ আমার ভাইকে বাঁচতে দেবে না: ওসমান হাদির বোন

প্রবাহ রিপোর্ট : ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেছেন হাদির বোন মাহফুজা (৪০)।
তিনি বলেছেন, ‘‘ভারতের ‘র’ আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার ভাইয়ের ওপর যারা গুলি করেছে তাদের বিচার চাই।’’
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে হাদির গুলিবিদ্ধের খবর জানতে পেরে ঝালকাঠির নলছিটি থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এদিকে, হাদির ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠি-বরিশাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে এবং জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
অবরোধকারীরা জানান, হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় হামলার ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করেন তারা।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না বলেন, ‘‘হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামীকাল বিকেল ৪টায় ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় সড়ক অবরোধ করা হবে।’’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button