জাতীয় সংবাদ

হাদির ঘটনা প্রমাণ করে পরাজিত শক্তি ষড়যন্ত্র শুরু করে দিয়েছে : তারেক রহমান

প্রবাহ রিপোর্ট : বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকার পল্টনে দুষ্কৃতকারীরা গুলিবিদ্ধ করেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। এই নৃশংস ঘটনার আমি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনাসভায় বক্তব্য শুরুতে তিনি একথা বলেন।
তারেক রহমান বলেন, আমি ছাত্রদলসহ দলের সবার প্রতি আহ্বান জানাই সরকারকে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীকে খোঁজ বের করতে পারেন।
তিনি বলেন, দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। তাই দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায় তারা পরাজিত শক্তি। যারা সার্বভৌমত্ব-স্থিতিশীলতা ধ্বংস করতে চায় তারা যে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে আজকে ওসমান হাদির ঘটনায় তা প্রমাণ হয়েছে।
এ সময় তিনি আরও বলেন, কেউ যেন বিভ্রান্তি না ছড়ায় সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। একই সঙ্গে তদন্তের স্বার্থে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button