ডেঙ্গুতে মায়ের সাথে গর্ভে মৃত্যু

সন্তান দেখল না পৃথিবীর মুখ
প্রবাহ রিপোর্ট : আগামী ২৭ ডিসেম্বর অনাগত শিশুটির পৃথিবীর আলো দেখার কথা ছিল। জম্মের ১৫ দিন আগেই ডেঙ্গু আক্রান্ত মায়ের সাথে গর্ভে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় তারও মৃত্যু হয়। এদিন বিকেলে মা ও শিশুটিকে হিন্দুধর্ম শাস্ত্রমতে পাশাপাশি সমাধিস্থ করা হয়েছে। আর হৃদয়স্পর্শী এ ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজারে।
মৃতদের পারিবারিক সূত্রে জানা গেছে, সদর বাজারের বুলু গুহর স্ত্রী টুম্পা গুহ (৩২) অন্তঃস্বত্ত্বা ছিলেন। ডাক্তারের পরীক্ষা-নীরিক্ষা অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর অনাগত শিশুটির পৃথিবীর আলো দেখার কথা ছিল। গত ৬ ডিসেম্বর থেকে গৃহবধূ টুম্পা গুহ ডেঙ্গুতে আক্রান্ত হন। দ্রুত তাকে খুলনার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬ টায় গৃহবধূ টুম্পা গুহ মারা যান। আর মায়ের সাথে গর্ভেই মারা যায় অনাগত শিশুটি।
মৃত টুম্পা গুহ’র স্বামী বুুলু গুহ বলেন, হিন্দুধর্ম শাস্ত্রমতে মৃত স্ত্রীকে সিজার করে মৃত শিশুটিকে বের করে শুক্রবার বিকেলে দূর্গাপুর মোড়ে কাকার বাড়িতে পাশাপাশি দুজনকে সমাধিস্থ করেছি। আমাদের শ্রেষ্ঠা গুহ (১৩) ও শ্রেয়া গুহ (৭) নামে ২টি কণ্যা সন্তান রয়েছে।’
চিতলমারী বাজারে বসবাসকারী ব্যবসায়ী গৌতম সাহা, মোঃ নজরুল মীর ও গোবিন্দ সরকার জানান, সম্প্রতি চিতলমারী সদর বাজারে আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা না নিলে মৃতের সংখ্যা আরও বাড়বে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায় জানান, ডেঙ্গুতে ভয় বা আকঙ্কিত হওয়ার কিছু নেই। রোগ ধরা পড়ার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।



