জাতীয় সংবাদ

যেভাবে এত সাহসী হয়ে উঠলেন মেধাবী হাদি

প্রবাহ রিপোর্ট : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি একজন অসীম সাহসী জুলাই যোদ্ধা। জুলাই আন্দোলনে তার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটের মাঠেও সক্রিয় ছিলেন। প্রচারণা প্রস্তুতির প্রাক্কালে শুক্রবার দুপুরে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর অনেকের মধ্যে জানার আগ্রহ-কে এই ওসমান হাদি।
বিভিন্ন সূত্র জানায়, হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। বাবা প্রয়াত মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাদি। নেছারাবাদ কামিল মাদ্রাসায় হাদির শিক্ষাজীবনের শুরু। পরে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে সাহসী ভূমিকার জন্য তিনি অনেকের কাছে বিশেষ পরিচিতি পান। মূলত শিক্ষাজীবন থেকেই তিনি প্রতিবাদী হয়ে উঠেন।
এরপর টকশো ছাড়াও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন সভা-সমাবেশে দেওয়া ঝাঁজাল বক্তব্যে তিনি অনেকের কাছে হয়ে ওঠেন অনন্য এক সাহসী মুখের প্রতিচ্ছবি।
ছাত্রজীবন থেকে হাদি ছিলেন অসম্ভব মেধাবী: অধ্যক্ষ শহিদুলছাত্রজীবন থেকে হাদি ছিলেন অসম্ভব মেধাবী: অধ্যক্ষ শহিদুল
জুলাই গণ-অভ্যুত্থানের পর ওসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’। ‘সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ’ সংগঠনটির ঘোষিত লক্ষ্য। অন্যায় অপরাধের বিরুদ্ধে এ মঞ্চ থেকে দিনের পর দিন প্রতিবাদ-নিন্দা জানানো হয়েছে। এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের নেতৃত্বাধীন প্যানেল থেকে ভোট করে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক নির্বাচিত হন।
এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্মৃতিচারণ করতে গিয়ে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম বলেছেন, ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসায় পঞ্চম শ্রেণি থেকে আলিম পর্যন্ত লেখাপড়া করেছেন। এখানে রয়েছে তার অসংখ্য স্মৃতি। ছাত্রজীবন থেকে ছিলেন অসম্ভব মেধাবী। সুবক্তার পাশাপাশি অন্যায়েয় বিরুদ্ধে কথা বলেছেন ছাত্রজীবন থেকেই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button