জাতীয় সংবাদ
খুনিদের আশ্রয় দিলে ভারতের দূতাবাস চলবে না: ইনকিলাব মঞ্চ

প্রবাহ রিপোর্ট : ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা আসামিরা আগামীকালের (আজ) মধ্যে গ্রেপ্তার না হলে সর্বাত্মক প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। কাল বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশে সব শ্রেণি পেশার মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সেই সঙ্গে অন্তর্র্বতী সরকারকে হাদির নিরাপত্তা দিতে না পারার জন্য অভিযুক্ত করেন সংগঠনটির নেতারা। ভারত খুনিদের আশ্রয় দিলে ঢাকায় দিল্লির দূতাবাসের কোনো কর্যক্রম চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ইনকিলাব মঞ্চের নেতারা।



