আমৃত্যু কারাদ-ের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদ- চেয়ে আবেদন

প্রবাহ রিপোর্ট : মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল যে অভিযোগে আমৃত্যু কারাদ- পেয়েছেন, সেই অভিযোগেও তাদের মৃত্যুদ- চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। গতকাল সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল হয়। আপিলে সাজা বাড়াতে আটটি আইনি যুক্তি তুলে ধরেছে প্রসিকিউশন। আপিলের পর প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, “আমৃত্যু দ- বাড়িয়ে মৃত্যুদ-ে পরিণত করতে আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজ আপিল করেছি। এতে আটটি ‘গ্রাউন্ড’ আনা হয়েছে।” তিনি বলেন, “রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। আমরা এর আগেই আপিল করেছি। আপিলের ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে। আশা করছি, এর মধ্যেই আপিলটি নিষ্পত্তি হবে।” গাজী তামিম বলেন, “এই অপরাধের নৃশংসতার গভীরতার তুলনায় এই আমৃত্যু কারাদ- অপরিপক্ক বা কম হয়েছে। অতএব এ ধরনের ভয়াবহ অপরাধের ক্ষেত্রে মৃত্যুদ-ই একমাত্র শাস্তি হওয়া উচিত। “এ আইনে শাস্তি দেওয়ার ক্ষেত্রে মৃত্যুদ-কেই প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ, তাদের নির্দেশ বা উসকানিতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ শহীদ ও ২৫ হাজারের বেশি আহত হয়েছেন।” গত ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদ- দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ার কথা বলা হয়। এর মধ্যে দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম অভিযোগে মৃত্যুদ- হয় শেখ হাসিনার। আর এক নম্বর অভিযোগ ‘প্ররোচনা, হত্যার নির্দেশ ও বলপ্রয়োগ থামাতে ব্যর্থতার’ দায়ে আমৃত্যু কারাদ- হয় সাবেক এ প্রধানমন্ত্রীর। আরেক আসামি আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদ- হয় চানখাঁরপুল ও আশুলিয়ার দুটি ঘটনায়। আরেকটি অভিযোগেরে দায়ে হয় আমৃত্যু কারাদ-। এ মামলায় রাজসাক্ষী হওয়া তৃতীয় আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের হয় পাঁচ বছরের কারাদ-।



