জাতীয় সংবাদ

হাদিকে গুলি: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ অবরোধ

প্রবাহ রিপোর্ট : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। তাতে শাহবাগ ও আশাপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধে ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হাদির ওপর গুলি কেন, প্রশাসন জবাব চাই’, ‘ এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’সহ নানা স্লোগান দিছ্ছেন ছাত্রশক্তির নেতাকর্মীরা। সংগঠনটির সভাপতি আবু বাকের মজুমদার বলেন, “আমরা আজকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি পালন করব। “আমাদের আন্দোলন জনদুর্ভোগ তৈরি করার জন্য নয়। আমাদের কর্মসূচি জনমত ও ন্যায়ের কর্মসূচি। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে যাতে জনদুর্ভোগ কম হয়।” শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “শাহবাগ মোড় আটকে দিয়ে তারা স্লোগান দিচ্ছেন। পুলিশ তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।” ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির পর থেকেই তার নিরাপত্তা দিতে ‘সরকারের ব্যার্থ’ বলে অভিযোগ করে আসছেন জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আসা বিভিন্ন পক্ষ। তারা বিভিন্ন সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানিয়ে আসছিলেন। হাদিকে গুলি করা প্রধান অভিযুক্তের দেশ ছাড়ার গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে সড়কে নেমেছে ছাত্রশক্তি। এদিন ছাত্রশক্তির ব্যানারে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরঅ এরপর তাদেরকে চারপাশে ব্যারিকেড দিয়ে সড়ক আটকে দিতে দেখা যায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button