জাতীয় সংবাদ

৩ হাজার ১৮৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ : এস আলমের বিরুদ্ধে মামলা

প্রবাহ রিপোর্ট : জনতা ব্যাংক থেকে এস আলম গ্রুপের দুটি প্রতিষ্ঠানের নামে তিন হাজার ১৮৪ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের দায়ে গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদসহ ৬৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক সিরাজুল ইসলাম বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে ২ হাজার ৩২ কোটি ৩০ লাখ টাকা ও এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের নামে ১ হাজার ১৫২ কোটি টাকা জনতা ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ঋণ নিয়ে আত্মসাৎ করা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে ২০০৫ সাল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। এই অর্থ আত্মসাতে সরাসরি সহযোগিতা ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে এস আলম গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি জনতা ব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন– এস আলম গ্রুপের এমডি সাইফুল আলম মাসুদ, পরিচালক আব্দুল্লাহ হাসান ও মিশকাত আহমেদ। এছাড়া ব্যাংক কর্মকর্তাদের মধ্যে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. জামাল উদ্দিন আহমেদ, সাবেক এমডি আবদুছ সালাম আজাদ, সাবেক পরিচালক ড. শেখ সামশুদ্দিন আহমেদসহ বেশ কয়েকজন সাবেক মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক এই মামলার অন্তর্ভুক্ত হয়েছেন।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, জালিয়াতির মাধ্যমে ব্যাংকের গচ্ছিত অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার ও পাচার করার প্রাথমিক প্রমাণ মেলায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button