সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য, গুজব ঠেকাতে এনসিএসএর বিশেষ উদ্যোগ

প্রবাহ রিপোর্ট : ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল সক্রিয় করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। এই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই এবং কনটেন্টের সত্যতা নিশ্চিত করার কাজ করছে। গতকাল শুক্রবার দুপুরে সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। গুজব প্রতিরোধে এনসিএসএ জনগণকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য বা কনটেন্ট শেয়ার করার আগে অবশ্যই তার উৎস যাচাই করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সন্দেহজনক, উসকানিমূলক বা দেশবিরোধী কনটেন্ট চোখে পড়লে তাৎক্ষণিকভাবে এনসিএসএকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, দেশের সাইবার স্পেসকে নিরাপদ রাখা সবার দায়িত্ব। দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুল বা ভুয়া তথ্য, ফটোকার্ড ও ভিডিও প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। একইসঙ্গে সাইবার অপরাধ প্রতিরোধে নাগরিকদের দ্রুত সহায়তার জন্য এনসিএসএর ২৪ ঘণ্টার হেল্পলাইন সেবা চালু রয়েছে। গুজব, ভুয়া তথ্য, অনলাইন হয়রানি, সাইবার হামলা ও অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগ জানাতে একাধিক ই-মেইল ঠিকানাও চালু রেখেছে সংস্থাটি।



