জাতীয় সংবাদ

‘জীবদ্দশায় এত বড় জানাজার নামাজ আর কখনও দেখিনি’

# সাধারণ জনগণের অভিমত #

প্রবাহ রিপোর্টঃ বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে দূর দূরান্ত থেকে অংশ নিতে আসা অনেক ছাত্র জনতা বলেছেন, ‘জীবদ্দশায় এত বড় জানাজার নামাজ আর কখনও দেখেনি।’শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ও মানিক মিয়া এভিনিউ এলাকায় লাখো মানুষের সমাগম ঘটেছে।জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।সরেজমিনে দেখা যায়, জানাজার নামাজ আদায় করার আগেই অনেকে অশ্রুসিক্ত নয়নে দু’হাত তুলে সৃষ্টিকর্তার কাছে হাদির জন্য দোয়া করছেন। কেউ কেউ ‘তুমি কে, আমি কে? হাদি, হাদি; আমরা সবাই হাদি হবো’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’-এমন স্লোগান দিচ্ছেন।জানাজার নামাজ পড়তে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার জীবদ্দশায় এত বড় জানাজার নামাজ আর কখনও দেখেনি। তবে ভাগ্য খারাপ শেষ বারের মতো হাদি ভাইকে একবার চোখের দেখা দেখতে পারিনি।’এই শিক্ষার্থীর সুরে জানাজার নামাজে অংশ নেওয়া আরও বেশ কয়েকজন শিক্ষার্থী একই কথা বলেছেন। তাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল রানা। তিনি বলেন, ‘শুনেছি জিয়াউর রহমানের জানাজার নামাজেও অনেক লোক হয়েছে। কিন্তু সে সময় তো আমার জন্ম হয়নি। আমার জীবদ্দশায় দেখা সবচেয়ে বড় জানাজার নামাজ এটি। দোয়া করি আল্লাহ যেন হাদী ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।’ একই সঙ্গে অন্তর্র্বতী সরকারের কাছে জোর দাবি, অতি দ্রুত হাদির হত্যাকারীদের বিচার আওতায় নিয়ে আসুন। কারণ হাদি ভাই নিজেও চেয়েছিল তাকে হত্যা করা হলে যেন সেটার বিচারটা অন্তত হয়।এদিকে জানাজা শেষে ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। সেখানেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরেই তাকে দাফন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button