জাতীয় সংবাদ

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

প্রবাহ রিপোর্টঃ দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।।এর আগে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। সেখানে উল্লেখ করা হয়েছে, চলমান ডেভিল হান্ট অপারেশন-২ কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুর জেলার গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ২টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একাধিক মামলার আসামি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে গ্রেফতার করা হয়। আশরাফুজ্জামান মিতা বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের সালেহ উদ্দিন আহমেদের ছেলে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেফতার আসামি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ নেতাকর্মীদের পাইয়ে দিতেন এবং নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত ছিলেন মর্মে প্রাথমিকভাবে জানা যায়। এ ছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন উসকানিমূলক বক্তব্য প্রদান করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন মর্মে জানা যায়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সাথে পরস্পর যোগসাজশের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করে আসছে মর্মে জানা যায়। গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দেন।তার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় এবং ঢাকার থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button