জাতীয় সংবাদ

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

প্রবাহ রিপোর্ট ঃ ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গতকাল রোববার বিকালে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। এ সময় উপস্থিত ছিলেন- জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, জিয়া মঞ্চ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাফর হোসেন মজুমদার, ফুলগাজী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট জাহিদ হোসেন কমল, ছাত্রদল নেতা মুনির আহমেদ প্রমুখ। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে বিএনপি নেতা আবু তালেব বলেন, বেগম খালেদা জিয়া এই পর্যন্ত যত আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সবকটি আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি কখনো ভোটে পরাজিত হননি। রাজনীতিতেও তিনি আপসহীন নেত্রী হিসেবে শুধুমাত্র বাংলাদেশের জন্য নয় বিশ^ দরবারেও স্থান করে নিয়েছেন। তিনি যেহেতু অসুস্থ সেই হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক বেগম জিয়ার পক্ষে মনোনয় পত্র সংগ্রহ করেছি। দেশের কোটি মানুষের দোয়ায় তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। শুধুমাত্র ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়াবাসী নয় সারা দেশের মানুষ বেগম জিয়া যেন সুস্থ হয়ে ফিরে আসেন সেই অপেক্ষায় রয়েছেন। খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর।এ আসন থেকে তিনি ১৯৯১ সাল থেকে টানা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button