হাদির খুনি ভারতে থাকলে বন্দিবিনিময় চুক্তিতে ফেরত আনুন : জামায়াতের সেক্রেটারি জেনারেল

প্রবাহ রিপোর্ট : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিরা ভারতে চলে গিয়ে থাকলে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে তাদের ফেরত আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল রোববার রাজধানীতে এক দোয়া মাহফিলে এ আহ্বান জানানো হয়। মগবাজারে আল ফালা মিলনায়তনে ওসমান হাদির স্মরণে দোয়া মাহাফিলের আয়োজন করা হয়। এতে জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, খুনি যদি দেশের বাইরে চলে গিয়ে থাকে, তাহলে মিশনগুলোকে কাজে লাগান। ভারতের সাথে থাকা বন্দিবিনিময় চুক্তি কাজে লাগান। তবুও জাতির এই চাওয়া পূরণ করুন সরকার। তিনি বলেন, মহান আল্লাহ ওসমান হাদির আকাক্সক্ষা পূরণ করেছে। হাদির বিদায় ছিল রাজার মতোই, বীরের বিদায়। আল্লাহ তার পরিবারকে মর্জাদা দান করেছেন, সন্মানিত করেছেন। জামায়াতের এই নেতা বলেন, সরকার গতকাল খুনির বিচার নিয়ে কিছু বলেননি বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। গুলিবিদ্ধ হওয়ার পর ৬ঘণ্টা পর চেকপোস্ট বসানো হলো? কেন তাতক্ষণিক হলো না, কেন? তাহলে কি সরকারের গোয়েন্দাদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিস্টরা খুনিকে পালিয়ে যেতে সাহায্য করেছে? হাদি যা চাইতো সেটা যারা চাই না তারাই হাদির হত্যাকারী। মিয়া গোলাম পরওয়ার বলেন, এক শ্রেণির সাংবাদিক-লেখকেরা এমনভাবে বলছেন, লিখছেন; যেন আওয়ামী লীগ না আসলে নির্বাচন হবে না। তারা নতুন ন্যারেটিভ তৈরি করছেন। আবার তার আধিপ্যবাদ কায়েম করতে চাইছেন।



