বাংলাদেশের সঙ্গে হালাল বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহী কম্বোডিয়া

প্রবাহ রিপোর্ট ঃ হালাল বাজার সংক্রান্ত বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে একযোগে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন কম্বোডিয়ার ইসলামী বিষয়ক বিশেষ মিশনের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মন্ত্রী নেক ওখনা দাতুক ড. ওসমান হাসান। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) নজরুল ইসলামের সঙ্গে কম্বোডিয়ার নমপেনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ড. ওসমান হাসান এ আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি হালাল খাদ্য, ওষুধ, কৃষিজাত পণ্য, পর্যটন এবং সংশ্লিষ্ট শিল্পখাতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। ড. ওসমান হাসান বলেন, বৈশ্বিক হালাল বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং এ খাতে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি হালাল সার্টিফিকেশন, যৌথ উদ্যোগ, সক্ষমতা বাড়ানো এবং বেসরকারি খাতের সম্পৃক্ততার ওপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের পক্ষ থেকে সচিব (দ্বিপাক্ষিক) হালাল খাদ্যের পাশাপাশি ওষুধ শিল্পে বাংলাদেশের সম্ভাবনা, উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের অভিজ্ঞতা তুলে ধরেন এবং এ বিষয়ে কম্বোডিয়ার সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে মুসলিম সম্প্রদায়ের কল্যাণে শান্তি ও পারস্পরিক সহযোগিতা জোরদার, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বৃত্তি দেওয়ার সুযোগ সম্প্রসারণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে দুই দেশের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। নমপেনস্থ কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে কম্বোডিয়ার উচ্চপর্যায়ের মুসলিম প্রতিনিধিদলের সঙ্গে সচিব (দ্বিপাক্ষিক) এর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।



