জাতীয় সংবাদ

শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘শহীদী শপথ’-এর ঘোষণা

প্রবাহ রিপোর্ট ঃ শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকা-ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ‘শহীদী শপথ’ গ্রহণ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আজ মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর শাহবাগ মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, আমরা আগামীকাল (আজ মঙ্গলবার) ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শহীদী শপথ ঘোষণা করছি। আব্দুল্লাহ আল জাবের বলেন, আগামীকাল (আজ মঙ্গলবার) বিকাল ৩টায় শাহবাগে শহীদ হাদী চত্বরে আমরা সমবেত হব। জুলাই-পরবর্তী ও পূর্ববর্তী সময়ে যারা গুম-খুনের শিকার হয়ে শহীদ হয়েছেন, আমরা শহীদ ওসমান হাদীকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে শহীদী শপথ পাঠ করবো। এর আগে, বিকাল ৩টা ২০ মিনিটের দিকে জাদুঘরের সামনে থেকে শহীদ মিনার অভিমুখী বিক্ষোভ মিছিলটি শুরু হয়। তার আগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার আগামী নির্বাচনের আগেই করতে হবে। এই বিচার ছাড়া কোনও নির্বাচন নয়। সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল জাবের আরও বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যার বিচারের জন্য ২৪ ঘণ্টার মধ্যে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই হত্যার ঘটনা তদন্তের স্বার্থে প্রয়োজনে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থার সহায়তা নিতে হবে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করা হয়। মোটরসাইকেলে আসা দুজন ঘাতক তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলে। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল; সেখানেই ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। ২০ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে কবি নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে সমাহিত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button