জাতীয় সংবাদ

খুলনায় শ্রমিক শক্তি নেতা মোতালেব গুলিবিদ্ধ

সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

প্রবাহ রিপোর্ট : এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহবায়ক ও কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত সীল করে দেওয়া হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে ব্যপক সংখ্যাক চেকপোষ্ট বসিয়ে ও টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। ভোমরা স্থলবন্দর চেকপোস্ট সহ সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
মোতালেব হত্যা প্রচেষ্টাকারী দুর্বৃত্তরা যাতে সীমন্ত পেরিয়ে ওপারে পালিয়ে যেতে না পারে সেজন্য সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিজিবি চেক পোস্টে চলছে কঠোর নজরদারি ও তল্লাশি। ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বহিরগমন সকল যাত্রীর পাশাপাশি যাত্রী বহনকারী পরিবহন ও প্রাইভেটকার সব ধরনের যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সাথে সীমান্তের ১৫০ গজের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি কৃষি কাজের জন্য হলেও।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা কোম্পানি কমান্ডার সুবিধার আফজাল হোসেন বলেন, আপাতত আমরা সীমান্তের ১৫০ গাজের ভিতরে কাউকে যেতে দিচ্ছিনা, এমনকি সীমান্ত এলাকায় বসবাসকারী কৃষকদেরকেও সোমবার দুপুরের পর থেকে তাদের জমিতে কৃষি কাজে যেতে দেয়া হচ্ছে না।
এদিকে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২২ি ডসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে খুলনা মহানগরীর সোনাডাংগা আবাসিক এলাকার সামনে দিয়ে যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্র্টি (এনসিপি) এর শ্রমিক উইং, খুলনা এর বিভাগীয় আহবায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মোতালেব সিকদার (৪২) দূর থেকে দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত হন। সংঘটিত ঘৃন্য অপরাধে জড়িত দুস্কৃতিকারী/অপরাধীকে অনতিবিলম্বে আটক এবং সীমান্ত অতিক্রম রোধকল্পে সাতক্ষীরা সীমান্ত সীল করে দেওয়ার পাশপাশি সীমান্তে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি, এডি বলেন, এনসিপি নেতাকে হত্যা প্রচেষ্টা ঘটনার সাথে জড়িত পলাতক আসামীরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে যশোর রিজিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী সাতক্ষীরা সহ সীমান্তবর্তী অন্যান্য জেলার সীমান্তে নিচ্ছিদ্র নজরদারী ও পাহারা জোরদার করা হয়েছে। এ প্রেক্ষিতে যশোর রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এবং সীমান্তের আশেপাশের এলাকায় ৫৭টি চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে দুস্কৃতিকারীকে আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এছাড়াও নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তে অতিরিক্ত ৮৭টি টহল পরিচালনার মাধ্যমে দুস্কৃতিকারী অপরাধীর সীমান্ত অতিক্রম রোধকল্পে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনসাধারণ, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও বিশেষ প্রচার/প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য প্রেষণা প্রদান করা হচ্ছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করেন ওই বিজিবি কর্মকর্তা।
অপরদিকে, একই ঘটনায় চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
হামলার সঙ্গে জড়িত পলাতক আসামিরা যাতে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে চুয়াডাঙ্গা সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে তল্লাশি ও নজরদারি।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্র জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেইন পিলার ৭৫/৩-এস থেকে ১৩১/৮-আর পর্যন্ত প্রায় ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যে-সব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকা কার্যত সিলগালা করা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, মোতালেব শিকদারের ওপর হামলার সঙ্গে জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, দর্শনা আইসিপি, দর্শনা, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সিপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকোনা, দাড়িয়াপুর, বুড়িপোতা, বাজিতপুর, ঝাঁঝাডাঙ্গা, ইছাখালী, রুন্দ্রনগর ও শৈলমারী বিওপি এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীও অভিযান জোরদার করেছে।
প্রসঙ্গত, সোমবার বেলা ১২টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button