গর্তে মিলল শিশুর লাশ

প্রবাহ রিপোর্ট ঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের পানি ভর্তি গর্ত থেকে রুমান হোসেন (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া পুলিশ ক্যাম্প এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। রুমান হোসেন, একই এলাকার আলাউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকালের দিকে রুমান নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। প্রায় ১৬ ঘণ্টা পর রাত ১১টার দিকে টেকপাড়া পুলিশ ক্যাম্প সংলগ্ন মাটি গর্ত থেকে রুমানের লাশ উদ্ধার করা হয়। রাঙ্গুনিয়া থানার ওসি মোঃ আরমান হোসেন বলেন, গত সোমবার রুমান হোসেন নামের একটি শিশু নিখোঁজ ছিল। রাত এগারোটার দিকে বাড়ির পাশে মাটির গর্ত থেকে শিশু রুমান হোসেনের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



