৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি ইনকিলাব মঞ্চের

প্রবাহ রিপোর্ট : আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সাহায্যে শরীফ ওসমান হাদি হত্যার বিচার চায় ইনকিলাব মঞ্চ। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শহীদি শপথ গ্রহণ থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। দেশবাসীর কাছে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর শরীফ ওসমান হাদির বাণী দেয়াল-লিখন এবং গ্রাফিতির মাধ্যমে তুলে ধরার জন্য, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো পৃথিবীর কাছে তুলে ধরার জন্য আহ্বান জানান তিনি। এর আগে, গত সোমবার ৩ দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। তিন দফার বিষয়ে জাবের বলেন, আমাদের কাছে এখনও সুনির্দিষ্ট কোনো বার্তা আসেনি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইবুনালের মাধ্যমে, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা- যারা পেশাদার এবং নির্ভরযোগ্য, তাদের মধ্য দিয়ে শরীফ ওসমান হাদির খুনের সঙ্গে যারা জড়িত রয়েছে, তাদের গ্রেপ্তার করে বিচারকার্য নিশ্চিত করতে হবে। ইনকিলাব মঞ্চ আরও জানিয়েছে, তারা ২৫ ডিসেম্বর, অর্থাৎ তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে কোনো কর্মসূচি রাখবে না। তারেক রহমান তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে জাবের বলেন, আমরা মনে করছি, তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সঙ্গে তিনিও একাত্মতা পোষণ করবেন। আগামী ২৫ তারিখের পর ইনকিলাব মঞ্চ বাংলাদেশে লাগাতার কর্মসূচি ঘোষণা করবে বলেও জানায় আব্দুল্লাহ জাবের। তিনি বলেন, আগামী ২৫ তারিখের পরে আমরা বাংলাদেশে লাগাতার কর্মসূচি ঘোষণা করবো এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে।



