জাতীয় সংবাদ

২৩ মাস পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

প্রবাহ রিপোর্ট : গ্যাস সংযোগ পাওয়ার পর উৎপাদনে ফিরেছে উপমহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে উৎপাদনে ফিরে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিশ্চিত করে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান, ২০২৪ সালের ১৫ জানুয়ারি যমুনা সার কারখানার গ্যাস সংযোগ প্রত্যাহার করে বিসিআইসি। এর ফলে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় ২৩ মাস পর চলতি বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কারখানাটিতে পুনরায় গ্যাস সংযোগ দেয়। গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানা কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটি মেরামত করে গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে উৎপাদন শুরু করে। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হওয়া যমুনা সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ১৭০০ মেট্রিক টন। বর্তমানে এর বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৪২ হাজার টন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button