জাতীয় সংবাদ

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়িয়েছে ৬ লাখ

প্রবাহ রিপোর্ট : প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হওয়ার ৩৪ দিনে এসে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখের বেশি। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) ওয়েব সাইট (ঢ়ড়ৎঃধষ.ড়পা.মড়া.নফ/ৎবঢ়ড়ৎঃ/নু-পড়ঁহঃৎু) থেকে এই তথ্য জানা যায়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোট গ্রহণের জন্য গত ১৮ নভেম্বর উদ্বোধন করা হয় “পোস্টাল ভোট বিডি” অ্যাপ। ১৯ নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া। আর এই নিবন্ধনের সময়সীমা থাকছে আগামীকাল ২৫ ডিসেম্বর পর্যন্ত। ইসির এই ওয়েবসাইট থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মোট নিবন্ধন করেছে ৬ লাখ ৩ হাজার ৩১৫ জন প্রবাসী ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৩১১ জন, নারী ভোটার ৪০ হাজার ২ জন। যে সব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়াসহ অন্যান্য দেশগুলো। এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে। এই দেশ থেকে নিবন্ধন করেছে ১ লাখ ৪১ হাজার ৬৮৩ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। নিবন্ধন করেছে ১ লাখ ১৩ হাজার ৮১৫ জন। তৃতীয়তে রয়েছে কাতার। এখানে নিবন্ধন করেছে ৫২ হাজার ৭৯২ জন। আর এই তিনটিসহ ১১ হাজারের বেশি নিবন্ধন হয়েছে ১২টি দেশে। বাকি ৯টি দেশ হলো- ওমান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কুয়েত, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ইতালি, কানাডা এবং দক্ষিণ কোরিয়া। ইসি থেকে জানানো হয়, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতিমূলক কাজগুলো প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। অপেক্ষা ছিল কেবল ভোট আয়োজনের চূড়ান্ত পদক্ষেপ নির্বাচনি তফসিল ঘোষণা। সেই অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। চূড়ান্ত হিসাবে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। মোট ভোটকক্ষ নির্ধারিত হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি, যার মধ্যে নারী ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি এবং পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button