জাতীয় সংবাদ

রাজধানীর গুলিস্তানে শপিং কমপ্লেক্সে আগুন

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্টে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকা- ঘটেছে। গতকাল শুক্রবার বিকাল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খাবার পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও দুটি ইফনিট যোগ দেয়। সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ চলছিল। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, বাণিজ্যিক আট তলা ভবনটির ছাদের ওপরে থাকা গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। এদিকে, আগুনের ঘটনায় কালো ধোঁয়ায় ছেয়ে যায় জিরো পয়েন্ট এলাকা। দেখা গেছে, বাণিজ্যিক ভবনটির উপরের তলায় গোডাউন হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে জিরো পয়েন্ট ও গুলিস্তান সংলগ্ন এলাকা। নিচতলার মার্কেটগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং রাস্তায় মানুষের ভিড় থাকায় শুরুতে পানির উৎস পেতে বেগ পেতে হলেও কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। পার্শ্ববর্তী ভবনগুলো থেকে মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button