জাতীয় সংবাদ

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

প্রবাহ রিপোর্ট ঃ গাজীপুরের কোনাবাড়ি বাগানবাড়ি এলাকায় ইয়াসিন ইন্টার প্রাইজ নামে তিনটি ঝুট গোডাউনে আগুন লাগলে পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। এরআগে গতকাল শুক্রবার ভোরে ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার রাত ভোরে কোনাবাড়ী থানাধীন বাগানবাড়ী এলাকায় ছাপড়া মসজিদ সংলগ্ন ইয়াসিন ইন্টার প্রাইজ নামক একটি গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পডলে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একত্রে কাজ করে। প্রথমে একটি গোডাউনে আগুন লাগলেও পরবর্তীতে ৩টি গোডাউন পুড়ে যায়। ফয়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ৩টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে, তারা ডাম্পিংয়ের কাজ করছেন। কোনাবাড়ী ফায়ার সার্ভিস ওয়ারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ভোরে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পাঁচটি ইউনিট পাঠানো হয়। দুপুরে আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নির্বাপণে আরো প্রায় দুই ঘণ্টা সময় লাগতে পারে। বর্তমানে সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পুরোপুরি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ ঝুট পুড়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button