জাতীয় সংবাদ

োবঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ বাবা-ছেলের লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকা বাবা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন জেলে শামীম ও তার ১১ বছর বয়সী ছেলে সিয়াম। বুধবার গভীর রাতে কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পাইপ বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলে ও স্বজনরা ভাসমান অবস্থায় শিশু সিয়ামের লাশ উদ্ধার করেন। এর আগে বুধবার সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে শামীমের লাশ পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা বাঁধঘাট বাজার এলাকা থেকে গত রোববার সকাল ১০টায় সিদ্দিক জোমাদ্দারের মালিকানাধীন এমভি সিদ্দিক নামের একটি ট্রলার ছয়জন জেলেকে নিয়ে ইলিশ শিকারে বঙ্গোপসাগরে যাত্রা করে। টানা দুইদিন মাছ ধরার পর বুধবার রাতে ট্রলারটি পাইপ বয়া এলাকায় নোঙর করা হয়। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউ শুরু হলে ট্রলারের নিচের অংশে ছিদ্র হয়ে পানি ঢুকতে থাকে। একপর্যায়ে ট্রলারটি বাম দিকে কাত হয়ে অল্প সময়ের মধ্যেই ছয় জেলেসহ ডুবে যায়। দুর্ঘটনার সময় মো. সিদ্দিক জোমাদ্দার (৫৫), মো. শাওন (২৪), মো. রাব্বী (১৮) ও রাসেদ (২০) ট্রলারের ভাসমান অংশ ধরে প্রায় পাঁচ ঘণ্টা সাগরে ভেসে থাকেন। গত বৃহস্পতিবার ভোরে পাশের একটি ট্রলার তাদের জীবিত উদ্ধার করে। নিহত শামীমের বাবা ও ট্রলারের মালিক মো. সিদ্দিক জোমাদ্দার বলেন, আমার বড় ছেলে ও নাতিকে হারালাম। এমন দুর্ঘটনা যেন আর না ঘটে, প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র ম-ল জানান, নিখোঁজের খবর পেয়ে মহিপুর কোস্টগার্ড ও রাঙ্গাবালী থানাকে অবহিত করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button