চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী পরিবর্তন করলো বিএনপি

প্রবাহ রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম-৪ (সীতাকু- ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে। বিএনপি নেতা আসলাম চৌধুরী চূড়ান্ত মনোনয়ন পেয়ে গতকাল শনিবার সকালে সীতাকু-ের নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় আসলাম চৌধুরী নেতাকর্মীদের সামনে কেন্দ্র থেকে দেওয়া মনোনয়নপত্রটি উপস্থাপন করে বলেন, ইচ্ছে করেই আমি একটু সময় নিয়েছি। সবাইকে ধৈর্য্যশীল ও সহনশীল হওয়ার জন্য। আশা করি, আজ থেকে আর কোনও সংশয়, দ্বিধা রইলো না। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আপনাদের ত্যাগের ফসল। আপনারা চেয়েছেন বলেই প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে আমাকে চূড়ান্ত করেছে। আপনাদের এই আস্থা বিশ্বাসের মর্যাদা রাখার আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সেই সঙ্গে আপনাদেরও সব মতপার্থক্য ভুলে একযোগে কাজ করতে হবে। মতবিনিময় সভায় চট্টগ্রাম-৪ নির্বাচনি এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে কাজী সালাউদ্দিনকে বিএনপির প্রার্থী হিসেবে কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। এরপর মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম অবরোধ করে বিক্ষোভ করেন।



