তারেক রহমানের সংবর্ধনাস্থলে নতুন চারা রোপণ করলো বিএনপি

প্রবাহ রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনাস্থলে জনসমাগমের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া গাছগুলোর ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল শনিবার সকালে রাজধানীর ৩০০ ফিট মহাসড়কের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক নিজ হাতে গাছের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চারা রোপণ শেষে আমিনুল হক বলেন, বিশাল জনসমাগমের কারণে এই সড়কের কিছু গাছ ও চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সেই ক্ষতি পূরণ করতে আমরা নিমসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছ রোপণ করছি। ইতোমধ্যে নার্সারি থেকে ২০০ থেকে ৩০০টি চারা সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও গাছ লাগানো হবে। তিনি আরও উল্লেখ করেন, পরিবেশ রক্ষা ও দেশের সৌন্দর্য সংরক্ষণ করা বিএনপির সামাজিক দায়িত্বের অংশ। বিএনপি অতীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, বাংলাদেশ সবার। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারেক রহমানের ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জন্য রাজনীতি করার অঙ্গীকার রয়েছে বিএনপির। বৃক্ষরোপণের পাশাপাশি তারেক রহমানের আগমন উপলক্ষে লাগানো বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণের কাজও শুরু হয়েছে। আমিনুল হক জানান, নগরের পরিচ্ছন্নতা বজায় রাখতে তারা পর্যায়ক্রমে এই অপসারণ কার্যক্রম অব্যাহত রাখবেন। এর আগে গত শুক্রবার সকাল থেকেই তার নেতৃত্বে সংবর্ধনাস্থল ও এর আশপাশের এলাকায় ব্যাপক বর্জ্য অপসারণ কর্মসূচি পরিচালনা করা হয়েছিল। কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। তারা সড়কের ডিভাইডার ও আশপাশের ফাঁকা জায়গায় নতুন চারা রোপণে অংশ নেন।



