জাতীয় সংবাদ

হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রবাহ রিপোর্ট : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে তারেক রহমান গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহিদ ওসমান হাদির কবরের কাছে পৌঁছান সকাল ১১টা ২০ মিনিটে। সেখানে গাড়ি থেকে নেমে শহীদ হাদির কবরে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ওসমান হাদির কবর ও কাজী নজরুল ইসলামের কবরের পাশে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান। কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়েদুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তারেক রহমানের এপিস মিয়া নূর উদ্দিন অপু, বিশেষ সহকারী আতিকুর রহমান রুমনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোরশেদ হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভিপি সাদিক কায়েম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছিরুদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। গুলশানের বাসা থেকে বের হয়ে বনানী হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এফডিসি মোড়, সাত রাস্তা হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে নামার সময় হলিফ্যামিলী হাসপাতালের সামনে নেতাকর্মীরা ভিড় করায় সেখানে কিছুটা সময় দেরি হয়। তেজগাঁও থানা যুবদলের নেতাকর্মীরা তারেক রহমানের গাড়ির সামনে স্লোগান দেয়। পরে ডিবি অফিসের সামনের মিন্টু রোড কদমফুল ফোয়ারা মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে ওসমান হাদির কবরের কাছে পৌঁছেন তারেক রহমান। হাদির কবর ও কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের পর তারেক রহমান জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করতে নির্বাচন কমিশনে যান। সেখান থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা থাকলেও সেই কর্মসূচি বাতিল করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button