খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ৯০ এর সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা

প্রবাহ রিপোর্ট : রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন ৯০ এর সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় শ্রদ্ধা নিবেদনের পর তারা কতক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ও মোনাজাতে অংশ নেন। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আমান উল্লাহ আমান, সাবেক জিএস খায়রুল কবির খোকন, বিএনপি নেতা নাজিম উদ্দীন আলম, জহির উদ্দিন মুহাম্মদ স্বপন, মীর সরাফত আলী সফু, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশে সভাপতি খন্দকার লুৎফুর রহমানসহ অন্যান্য নেতারা। হুইল চেয়ারে কবর জিয়ারতে অংশ নেন আরেক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব। এ সময় ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, বেগম জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না। তিনি দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের আশা ভরসাস্থল ছিলেন। গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন আপসহীন। তার আত্মার মাগফিরাত কামনা করেন আমানসহ সাবেক ছাত্র নেতারা।



