জাতীয় সংবাদ

এইচএসসি পাশ সারোয়ার তুষারের লেখালেখি থেকে আয় ৩ লাখ

প্রবাহ রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। পেশায় লেখক হিসেবে বছরে আয় করেন ৩ লাখ ৪০ হাজার টাকা। নেই বাড়ি-গাড়ি বা স্থাবর-অস্থাবর কোনও সম্পত্তি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামায় এসব তথ্য দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসাইন। হলফনামায় সারোয়ার তুষার নিজেকে লেখক হিসেবে উল্লেখ করেছেন। তার নগদ আছে ৩ লাখ টাকা আর আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। তার নামে কোনও মামলা নেই। তবে হলফনামায় তার স্থাবর ও অস্থাবর কোনও সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়নি। হলফনামা অনুযায়ী, লেখক হওয়ার আগে সারোয়ার তুষার গবেষক হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি কোথায় গবেষক হিসেবে কাজ করেছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। সারোয়ার তুষার নরসিংদী-২ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান ও জামায়াতে ইসলামীর প্রার্থী দলের নরসিংদী জেলার সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন। সারোয়ার তুষার বলেছেন, আমার সব তথ্য হলফনামায় উল্লেখ করা হয়েছে। এর বাইরে আমার নিজস্ব বা পরিবারের নামে কোনও কিছুই নেই। এমনকি আমার নামে কোনও বাড়ি-গাড়িও নেই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button