জাতীয় সংবাদ

শেখ হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে: মেজর হাফিজ

প্রবাহ রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, মাফিয়া নেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে হত্যাকা- চলছে। দেশে-বিদেশে স্বৈরশাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। আশা করি, শেখ হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে। গতকাল শনিবারভোলার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।মেজর হাফিজ বলেন, বাংলাদেশের নাগরিককে হত্যা করে ও গণতন্ত্রকামী মানুষের জীবন বিনষ্ট করে তারা বিনা বাধায় ভারতে প্রবেশ করে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব, যারা এ ধরনের হত্যাকা- করে ভারত সরকার তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে।ওসমান হাদির হত্যার প্রসঙ্গ তুলে হাফিজ বলেন, শহীদ ওসমান হাদির কথা আপনারা সবাই জানেন। সীমান্তের ওপার থেকে এসে, ভারতের অর্থ, সাহায্য-সহযোগিতা ও প্লানিংয়ের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে।আওয়ামী লীগের স্থানীয়রা তাকে (হত্যাকারীকে) আবার ভারতে পাচার করে দিয়েছে। সুতরাং জনমনে অনেক সন্দেহ রয়েছে। তারা আতঙ্কিত যে, আগামী নির্বাচনের যে সময় বাকি আছে, এসময় আরও হত্যাকা- চালানোর জন্য মাফিয়া দল আওয়ামী লীগ সচেষ্ট থাকবে এবং তাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে সহায়তা দেওয়া হবে। তাদের জন্য ভারতের বিভিন্ন জায়গায় অভয়াশ্রম গড়ে তুলেছে।এ সময় ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছেত, তুজমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুলসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button